
রূপকথা পড়তে কার না ভাল লাগে? অপূর্ব সুন্দর দ্বীপে অমূল্য রত্ন, তাকে হাসিল করতে বিদেশী সওদাগরের ষড়যন্ত্র, আর তার থেকে রত্নকে রক্ষা করতে স্থানীয় অধিবাসীদের আপ্রাণ চেষ্টা। সেইরকম একটি দ্বীপ গাউবালাম্বের নীলকান্ত মণি নিয়ে আমার ভিন্ন স্বাদের লেখা এই গল্প। পড়ে দেখুন তো কেমন লাগে এই আধুনিক রূপকথা?
‘প্রতিলিপি’র রুপকথা প্রতিযোগিতার জন্য আমার এই গল্পটি লেখা। পড়ে কেমন লাগল, আপনার মতামত দয়া করে ‘প্রতিলিপি’র ওয়েবসাইটেই জানাবেন।
পড়ুনঃ নীলকান্ত মণির খোঁজে