কিছুদিন আগে রেডিও ওয়ানের স্টুডিওতে আমাকে নেমন্তন্ন করে RJ Roy, ওর Shine @ 9 প্রোগ্রামের জন্য। বেশ আড্ডা হল বাঙ্গালিদের বাঙ্গালিয়ানা নিয়ে, বং ঢং নিয়ে। আমার গল্পের কিছুটা পড়ে শোনালাম। আপনারা যারা তখন রেডিওতে শুনতে পারেননি, তাঁদের জন্য এখন পেশ করছি সেই আড্ডার রেকর্ডিং। ধন্যবাদ RJ Roy আমাকে প্রোগ্রামে ডাকার জন্য এবং এই রেকডিং-এর জন্য!