আমার প্রিয় পাঠক,
প্রথমেই আপনাদের সকলকে নতুন বছর ২০১৮-র অনেক শুভ কামনা, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আপনাদের সবার জন্য শুভ ও আনন্দময় হোক, এই কামনা করছি।
আমার প্রথম বই, ‘বং ঢং ডট্ কম্ — রম্যরচনা সংকলন’ আপনাদের নিরঙ্কুশ উৎসাহ প্রেরণা আর ভালোবাসা না পেলে প্রকাশ করা সম্ভব হত না। আপনাদের প্রত্যেকটা কমেণ্ট আমাকে ঋদ্ধ করেছে, শিক্ষিত করেছে, আরও ভালো লেখার প্রেরণা দিয়েছে। চলতি বছরেও আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। এমনি করেই উৎসাহ ও প্রেরণা দিয়ে যাবেন।
নতুন গল্প লেখার পালা আবার খুব শিগগিরই শুরু করবো। গল্প পড়ুন, কমেণ্ট লিখুন, নিজেদের মতামত জানান। যাঁরা আমার বই কিনেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ! তাঁদের একান্ত অনুরোধ, রিভিউ লিখতে ভুলবেন না।
আমার ভালোবাসা, শুভেচ্ছা জানালাম।
মৈত্রেয়ী
কিনুন আমার বই ‘বং ঢং ডট্ কম্ — রম্যরচনা সংকলন’
বইএর রিভিউ লিখুন আমাজনে