প্রকাশিত হল বই “বং ঢং ডট কম”

আমার রম্যরচনা সংকলন “বং ঢং ডট কম” প্রকাশিত হল । কোপেনহেগেনে ভারতীয় রাষ্ট্রদূত শ্রীযুক্ত অজিত গুপ্তে এবং তাঁর পত্নী শ্রীমতী প্রীতি গুপ্তে বইটির উন্মোচন করেন আমার বাঙালি বন্ধুদের উপস্থিতিতে । এখানে তার কিছু ছবি দিলাম । ছবিগুলো তুলেছেন সুদীপ ভট্টাচার্য ।

শাশুড়ি-বৌমার খুনসুটিপনা, ভোটের রঙ্গতামাসা, ফেসবুকের চক্রবু‍্যহে সম্পর্কের ঘূর্ণি, লণ্ডনে কলকাতার ক‍্যাডার, বিদেশিনী বৌমার বিড়ির ব‍্যামো — বাঙালির জীবনের নানারকম চালচিত্রের রং ঢং নিয়ে আমার লেখা কুড়িটি গল্পের সংকলন এই বই ।

এখনই কিনে নিন অনলাইন স্টোরে

This slideshow requires JavaScript.

Facebook Comments


এই রকম নতুন গল্পের খবর ই-মেলে পেতে সাইন-আপ করুন এখনই!

Leave a Comment: