শুভ দূর্গা পূজা

এবছর আমাদের এখানে কোপেনহেগেনে দূর্গাপূজায় মহিলারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তন্ত্রধারক হয়ে মন্ত্রোচ্চারণ, মন্ত্রের ব‍্যাখ‍্যা এবং অন‍্যান‍্য ক্রিয়াকর্মে মহিলারা অগ্রগণ‍্য। আমি নিজে এই পুরোহিত দলের সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ‍্য পেয়েছি এবং এই দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার জন‍্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করছি।

আজকের টাইম্স অফ্ ইণ্ডিয়া খবরকাগজে আমাদের পুরোহিত দলের কাজের ব‍্যাপারে লেখা ছবি সহ বেরিয়েছে। সেখানে আমিও আছি। আমার মনের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছে হল।

আপনারা সবাই যাঁরা আপনাদের জীবনের ব‍্যস্ততার ফাঁকে আমার লেখা পড়ছেন, কমেণ্ট এবং লাইক দিয়ে আমাকে উৎসাহ দিচ্ছেন, এগিয়ে চলার অনুপ্রেরণা দিচ্ছেন, তাঁদের সবাইকে শুভ দূর্গাপূজার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার নামের কয়েকটা প্রাণহীন অক্ষর আপনাদের ভালোবাসায় প্রাণ পেয়ে ফুলের মতন ফুটে উঠেছে, এই কথা আমি কখনও বিস্মৃত হই না।

দূর্গাপূজা এবং লক্ষ্মীপূজার পর আবার আমার ব্লগের দরজায় কড়া নাড়তে ভুলবেন না যেন!

শুভ দূর্গাপূজা

Durga Puja in Denmark breaks gender barrier (The Times of India, 20 September 2017)

See photo above: Members of Bengalis In Denmark (BID) (from left) Subhashree Bhattacharya, Avishek Ganguly, Sandip Chatterjee, Sudip Bhattacharya and Maitreyee Kumar go through the puja rituals ahead of Durga Puja. (Photo: Kanti Kumar)

Facebook Comments


এই রকম নতুন গল্পের খবর ই-মেলে পেতে সাইন-আপ করুন এখনই!

Leave a Comment: