আমার গল্প ‘দাল বাটি চুরমা’ প্রতিলিপির সাম্প্রতিক ‘গল্প বলার পালা’ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। ৫৫০০ জন পাঠক লেখাটি পড়ে ফেসবুকে নিজের পছন্দকে ‘লাইক’ দিয়ে জানিয়েছেন। আমি আমার সব পাঠকদের জানাই আন্তরিক ধন্যবাদ, আমার গল্প পড়ে মতামত দিয়ে আমাকে ক্রমাগত উৎসাহ দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, প্রতিলিপির বিচারকরা ২৩৯টি গল্পের মধ্যে থেকে আমার গল্পটি নির্বাচন করেছেন, এটি আমার কাছে সত্যিই অত্যন্ত সম্মানের ব্যাপার।
প্রতিলিপির বিচারক মণ্ডলী মূল কাহিনীর বিন্যাস, উপস্থাপনা, বিষয়ের এবং পরিবেশনের নতুনত্ব, বানান বা ব্যাকরণগত ভুল, মানবিক ও সামাজিক ভাবনার বিন্যাসের ভিত্তিতে পুরস্কারের জন্য গল্প নির্বাচন করে থাকেন।
পড়ুন গল্প ‘দাল বাটি চুরমা’
প্রতিলিপিতে পড়ুন ‘গল্প বলার পালা’ প্রতিযোগিতার ফলাফল