ফুলের নাম অপরাজিতা

Download this post in PDF format if your browser doesn’t display Bangla script properly

সুধী পাঠক বন্ধুরা,

মহালয়ার পুণ‍্য তিথিতে প্রতিলিপি দ্বারা আয়োজিত নারীশক্তি বিষয়ক প্রতিযোগীতা ‘উজান —  নতুন বোধন’ পর্বে আমার একটি লেখা প্রকাশিত হল, ‘ফুলের নাম অপরাজিতা’। মা দুর্গার ঐশী শক্তি আছে প্রতিটি মেয়ের মনের অনুবিন্দুতে। তাই তো সমাজের কঠোর নিপীড়নেও তারা হারিয়ে যায় না, মুছে যায় না। তাদের তিতলি-জীবনের ভাঙা ডানা নিয়েও তারা ওড়ে। নতুন আশার ফুলে ফুলে জীবনের ডালে পাতায় । তাই এই সময় আপনাদের সাথে মায়ের শক্তিরূপেণ সংস্থিতা রূপের এক কাহিনী শেয়ার করাটা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না।

পাঠক বন্ধুরা, এই প্রতিযোগীতামূলক লেখাটি মা দুর্গার মর্ত‍্যে আগমনের পুণ‍্যদিনে প্রকাশিত হল। বং ঢং ডট কম্-এর সকল পাঠক বন্ধুকে অনুরোধ, এই নারীশক্তি বিষয়ক কাহিনীটি পড়ে ভালো লাগলে প্রতিলিপির পাতায় গিয়ে লাইক দিতে ভুলবেন না যেন! আর সাথে আপনাদের কমেণ্ট হবে আমার জন‍্য পড়ে পাওয়া চোদ্দ আনা। এই কাহিনীটির পরে ‘রঙ্গে ভরা বঙ্গদেশ’ তৃতীয় পর্ব প্রকাশিত হবে শুভ ষষ্ঠীর দিন।

আমার লেখাটি পড়ুন ‘প্রতিলিপি’ ওয়েবসাইটে

আমাদের সতত শুভেচ্ছা আপনাদের। ভালো থাকুন, আনন্দে থাকুন।

Facebook Comments


এই রকম নতুন গল্পের খবর ই-মেলে পেতে সাইন-আপ করুন এখনই!

Leave a Comment: